কুষ্টিয়ায় দুর্ঘটনায় বিজিবির ৬ সদস্য আহত

কুষ্টিয়া সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে অন্তত ছয় জন আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 07:42 AM
Updated : 20 April 2014, 07:42 AM

৩২ রাইফেলস ব্যাটালিয়নের জিএসও-২ মেজর মো. তারেক মাহমুদ সরকার জানান, রোববার ভোরের দিকে শহরের কাছে জুগিয়া পালপাড়া এলাকায় কুষ্টিয়া-পাবনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে)আনা হয়েছে।

আহতরা হলেন- সুবেদার মহিউদ্দিন (৬৫), নায়েক মিজানুর রহমান (৪৫) এবং চার ল্যান্স নায়েক আব্দুল হালিম (৩৫), ওবায়দুর রহমান (৩৮), শফিকুল ইসলাম (৩৯) ও  সিরাজুল ইসলাম (৩৫)।

এদের মধ্যে মহিউদ্দিন, হালিম, ওবায়দুর ও শফিকুলকে ঢাকায় আনা হয়েছে। বাকি দুজন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মেজর তারেক মাহমুদ বলেন, ঝিনাইদহে বিশেষ অভিযানে আটক করা অবৈধ মালামাল নিয়ে শনিবার রাতে কুষ্টিয়ার মিরপুরে ফিরছিলেন জওয়ানরা। ভোর পৌনে ৪টার দিকে জুগিয়া পালপাড়া এলাকায় পৌঁছালে পিকআপটির টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় বিজিবির পিক-আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গেছে বলেও জানান তিনি।