পদ্মা সেতু সাড়ে ৩ বছরেই: মন্ত্রী

আগামী সাড়ে তিন বছরের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 07:04 PM
Updated : 19 April 2014, 07:07 PM

শনিবার মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর সংযোগ সড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, চলতি বছরে মূল পদ্মা সেতুর কাজ দৃশ্যমান হবে। এ লক্ষ্যে শিগগিরই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে কার্যাদেশ দেওয়া হবে।

“আগামী সাড়ে ৩ বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে।”

এসময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল।

দুই মন্ত্রী নির্মাণাধীন সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত ঘুরে দেখার পর মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর সংযোগ সড়ক পরিদর্শন করেন।

মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী বলেন,  “পদ্মা সেতু নির্মাণে অর্থের আর কোনো সমস্যা নেই। তাই স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে।”

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানান, পদ্মা সেতু প্রকল্পে ইতোমধ্যে দুই হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগামী জুন মাসের মধ্যেই খরচ করা হবে।

“এই সেতু বাস্তবায়নের মাধ্যমে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যাব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”

দুই মন্ত্রীর সঙ্গে সেতু বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।