যুদ্ধাপরাধের বিচার চলতে থাকবে: মুহিত

যুদ্ধাপরাধের বিচারে চলমান গতি নিয়ে যারা অসন্তুষ্ট, তাদের আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

যুক্তরাষ্ট্র প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 06:52 PM
Updated : 19 April 2014, 06:52 PM

তিনি শুক্রবার রাতে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বলেছেন,“৪৩ বছর আগের অপরাধ বিধায় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যথাযথ সাক্ষী পাওয়া কিছুটা কঠিন হচ্ছে বলে বিচার কিছুটা বিলম্বিত হচ্ছে।

“তবে এমন বিলম্বকে ধীরগতির সঙ্গে তুলনা করা সমীচীন নয়। এ বিচার কেউ রুখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অপরাধীরা শাস্তি পাবেই।”

বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় প্রবাসীদের একটি অনুষ্ঠানে বক্তব্য দেন মুহিত। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন, নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অর্থমন্ত্রী বলেন, “কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশ এগুচ্ছে সঠিক ধারায়। আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি সদয়।”

বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান তিনি।

ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং নাজমুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ জার্সির কাউন্সিলম্যান ড. নূরন্নবী, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী, আওয়ামী লীগ নেতা এম এ সালাম, আবুল হাসিব মামুন, জাকারিয়া চৌধুরী প্রমুখ।