শাহজালালে রুপি ও স্বর্ণ চোরাচালানের দায়ে আটক ২

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি আলাদা ঘটনায় রুপি ও স্বর্ণ চোরাচালানের দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে শুল্ক বিভাগের গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 06:39 PM
Updated : 19 April 2014, 06:39 PM

শুক্রবার রাত ৮টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী মো. জাকিরের কাছ থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান।

দুবাই ফেরত ওই যাত্রীর বাড়ি কুমিল্লা বলে জানান তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, “বিমানবন্দর এলাকায় জাকিরকে দেখে সন্দেহ হলে তার শরীর ও ব্যাগ তল্লাসি করা হয়। এরপর ব্যাগে থাকা পাউরুটি টোস্ট করার যন্ত্রের ভেতর সোনার বারগুলো পাওয়া যায়।”

প্রত্যেকটি স্বর্ণের বারের ওজন ১০ তোলা জানিয়ে তিনি বলেন, সবগুলো বারের ওজন ১ কেজি ৯৮১৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

এর আগে বেলা ১২টায় অবৈধভাবে ৫০ লাখ রুপি সঙ্গে রাখায় ইদ্রিস আলী (২৫) নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ইদ্রিস এয়ার অ্যারাবিয়ায় একটি বিমানে পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে আসেন।

তিনি বলেন, গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাকে সন্দেহ হলে গোয়েন্দারা তল্লাসি চালিয়ে তার সঙ্গে থাকা কম্বল থেকে রুপিগুলো উদ্ধার করা হয়।”