প্রবীণ আওয়ামী লীগ নেতা মান্নান সরদারের মৃত্যু

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুল মান্নান সরদারের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 04:47 PM
Updated : 19 April 2014, 04:47 PM

শনিবার দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর খিদমাহ্ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে মান্নান সরদারের বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

প্রয়াত এই আওয়ামী লীগ নেতা জি/২২ মালিবাগ চৌধুরী পাড়ায় থাকতেন।

তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেছেন, আবদুল মান্নান সরদার বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারী এবং স্বাধিকার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রয়াত এই নেতা ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করতে প্রশংসনীয় অবদান রেখেছেন বলেও শোক বার্তায় উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শনিবার বাদ মাগরিব আবদুল মান্নান সরদারের প্রথম নামাজে জানাজা মালিবাগ বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন।

মুগদায় পারিবারিক কবরস্থানে দাফনের আগে আবদুল মান্নান সরদারের দ্বিতীয় জানাজা স্থানীয় বড় মসজিদে অনুষ্ঠিত হবে।