চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন ২০ পেশাজীবি নাগরিক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 03:29 PM
Updated : 19 April 2014, 03:29 PM

শনিবার এক বিবৃতিতে পৃথক স্থাপনায় আধুনিক হাসপাতালসহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করারও দাবি জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালকে সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার ঘোষণা দেয়া হয়েছে।

“সাধারণভাবে এটি একটি আনন্দের সংবাদ মনে হলেও যে সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় করা হবে তা উদ্বেগজনক। সুপারিশ অনুযায়ী সরকারি বরাদ্দ হ্রাস করে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করা হবে।

“এর ফলে হাসপাতালে বর্তমানে বিনামূল্যে ও স্বল্পমূল্যে গরীব জনসাধারণ যে চিকিৎসা সেবা পাচ্ছে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।”

বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন- সাংবাদিক অরুণ দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, কবি ও সাংবাদিক আবুল মোমেন, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর-উল-করিম, প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়–য়া, ডা. কিউএম অহিদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল মনসুর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, লেখিকা ফেরদৌস আরা আলিম, অধ্যাপিকা রীতা দত্ত, চিত্রশিল্পী ঢালী আল মামুন, কে এম এ কাইয়ুম, নাজলী লায়লা মনসুর, দিলারা বেগম জলি, চবি চারুকলা ইন্সটিটিউটের পরিচালক নাসিমা মাসুদ রুবি, অধ্যাপক মাসুদ মাহমুদ, ডা. চন্দন দাশ, সাংবাদিক আ ক ম রইসুল হক বাহার, ডা. সুশান্ত বড়–য়া ও ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস পপি।