চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে তালা

বিদায়ী কমান্ডারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা শাখার কার্যালয়ে তালা দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 03:15 PM
Updated : 19 April 2014, 03:15 PM

শনিবার দুপুরে নগরীর দারুল ফজল মার্কেটের দোতলায় অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে তালা দিয়ে চাবি সংসদের ভারপ্রাপ্ত জেলা কমান্ডার চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে দিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে চট্টগ্রাম মহানগরের সাবেক কমান্ডার মোজাফ্ফর আহমদের নেতৃত্বে কয়েকজন মুক্তিযোদ্ধা জেলা কার্যালয়ে গিয়ে লাগিয়ে দেন।

মোজাফ্ফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের বিদায়ী কমান্ডার সাহাবুদ্দিনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কার্যালয়ে তালা দেয়া হয়েছে।

“তার বিরুদ্ধে বেশকিছু দুর্নীতির অভিযোগের তদন্ত হচ্ছে। তদন্ত শেষ ও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত কার্যালয়ে তালা থাকবে।”

কর্মসূচিতে মহানগর ছাড়াও জেলা কমান্ডের অনেক মুক্তিযোদ্ধা সদস্যও অংশ নিয়েছে বলে দাবি করেন তিনি।

তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা মুক্তিযোদ্ধাদের কার্যালয়ে হামলা করেছে। আর যারা হামলা করেছে তারা কখনো মুক্তিযোদ্ধা হতে পারে না, তারা সন্ত্রাসী।

পরে সাধারণ মুক্তিযোদ্ধারা বিকালে কার্যালয়ে গিয়ে বসেছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, “তারা সংসদের কেউ না, আমার বিষয়ে অভিযোগ করারও কেউ নন।” 

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একপক্ষ তালা দিয়ে চাবিটি আমার কাছে জমা দিয়েছে। রোববার দিনের বেলা একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রশাসন ওই কার্যালয়ে তালা দেবে।”

গত বছরের ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা কমান্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসককে ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়।

সংসদের কার্যালয়টিও জেলা প্রশাসনের পক্ষ থেকে তত্ত্বাবধান করা হচ্ছে।

আগামী ৪ জুন সংসদের জেলা কমান্ডের নির্বাচন হবার কথা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।