নাটোরে তিন বাড়িতে অগ্নিসংযোগ, গৃহবধূ দগ্ধ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুর্বৃত্তের দেয়া আগুনে তিনটি বাড়ি পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন এক গৃহবধূ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 02:54 PM
Updated : 19 April 2014, 02:54 PM

নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডে ওই বাড়ির গৃহবধূ আসমা খাতুন (২৮) দগ্ধ হন। তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সাজদার শাহ বলেন, রাত ১টার দিকে পাঁচবাড়িয়া গ্রামের সাজদার শাহ, আজিজ শাহ ও রবিউল শাহর বাড়িতে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন দেয়।

এ সময় ঘরের ভেতর আটকা পড়াদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে ঘরের বেড়া কেটে তাদের বের করেন। আগুনে দগ্ধ হন রবিউল শাহর স্ত্রী আসমা খাতুন।

আগুনে ওই পরিবারগুলোর এক লাখ ৬০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ, ২০টি মুরগি, আসবাবপত্র, কৃষিপণ্যসহ অন্তত ১২ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাজদার শাহ অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ সমর্থকরা তাদের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে।

এ ব্যাপারে নগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের মণ্ডল এ ঘটনায় তাদের কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ার সার্ভিসকর্মী জানান, পুড়ে যাওয়া ঘর ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি ঘরের বেড়ায় পেট্রোল দেয়ার আলামত পাওয়া গেছে।

বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, বিষয়টির তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।