মশার কয়েলের আগুনে নারী পুলিশ দগ্ধ

মশার কয়েল থেকে আগুন ধরে খুলনার ফুলতলা থানার এক নারী পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন।

খুলনা প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 02:38 PM
Updated : 19 April 2014, 02:38 PM

শনিবার সকালে ফুলতলা থানা পুলিশ কোয়ার্টারে নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় দগ্ধ হন কনস্টেবল রাজিয়া সুলতানা সোনিয়া (২৩)।

পুলিশ জানায়, আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, মশার কয়েল জ্বালিয়ে সোনিয়া পুলিশ কোয়ার্টারের নিজ কক্ষে ঘুমিয়েছিলেন। অসাবধানতাবশত কয়েল থেকে তার পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়।

তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। দুপুরে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. গৌতম মুখার্জি বলেন, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাই তাকে ঢাকায় পাঠানো হয়।

ফুলতলা থানার ওসি ইলিয়াস ফকির বলেন, সোনিয়া বতর্মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

সোনিয়া ফুলতলা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তার স্বামী সুমন আহমেদও একই থানায় এএসআই পদে দায়িত্ব পালন করছেন।