সংগঠনগুলোর নেতৃত্বে নতুনদের চান খালেদা

জোরদার আন্দোলনের জন্য সহযোগী সংগঠনগুলোতে নতুন নেতৃত্ব আনার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 12:58 PM
Updated : 19 April 2014, 01:03 PM

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক দলের কাউন্সিলে বক্তব্যে তিনি এই পরামর্শ দিয়ে প্রবীণদের উপদেষ্টা হিসেবে রাখতে বলেন।

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত শ্রমিক দলের এটি সপ্তম কাউন্সিল। তিন বছর পর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও মেয়াদ শেষের আগেই নতুন নেতৃত্ব নির্বাচন করতে মিলিত হয়েছেন ১৮০০ কাউন্সিলর।

খালেদা বলেন, “দীর্ঘদিন নজরুল সাহেব (নজরুল ইসলাম খান) এই সংগঠনে ছিলেন। তিনি এখন স্থায়ী কমিটিতে আছেন। তরুণদের নেতৃত্বে আনতে হবে।

“যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সব সংগঠনে নতুন নেতৃত্ব নিয়ে এসে গতি সঞ্চার করতে হবে।”

দশম সংসদ নির্বাচন বয়কটের পর নির্দলীয় সরকারের দাবিতে জোরদার আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেছেন, দল গুছিয়ে মাঠে নামবেন তিনি।

নেতৃত্ব নির্বাচনে স্বজনপ্রীতি না দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার ভাই-তোমার ভাই কিংবা আত্বীয়-স্বজন দেখে নেতা নির্বাচন করলে চলবে না।

“যারা আন্দোলনে রাজপথে থাকবে, সামনের কাতারে থাকতে পারবে, তাদেরকেই নেতা নির্বাচিত করতে হবে।”

শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ও শ্রমিক দলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের কার্যকরি সভাপতি আবুল কাশেম চৌধুরী, সহ-সভাপতি মজিবর রহমান সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাফরুল হাসান ও ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ মো. আবু জাফর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- আর এ গনি, মওদুদ আহমদ,এম কে আনোয়ার, আবদুল মঈন খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, আবদুল মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম  খান, জিয়াউর রহমান খান, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, আবদুল গফুর ভুঁইয়া, শামীমুর রহমান শামীম, মারুফ কামাল খান, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, হাফেজ আবদুল মালেক, সুলতান সালাহউদ্দিন টুকু, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, ওবায়দুল হক নাসির প্রমুখ।