নীলফামারীতে আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে

নীলফামারীর সদর উপজেলা একটি গ্রামে অগ্নিকাণ্ডে ৩০টি পরিবারের শতাধিক ঘর পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 09:26 AM
Updated : 19 April 2014, 09:26 AM
শনিবার ভোরে উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বারোঘরিয়া দক্ষিণ সুটিবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডে পাঁচটি গরুও পুড়ে মারা যায়।

নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক চৌধুরী জানান,  ভোর ৫টার দিকে ওই গ্রামের আফজাল হোসেনের গোয়াল ঘরে মশা তাড়ানো কয়েল থেকে আগুনের সূচনা হয়। তা দ্রুত আশ পাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নীলফামারী ও সৈয়দপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩০টি পরিবারের শতাধিক ঘর পুড়ে যায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে নিরুপণ করা যায়নি বলে জানান তিনি।

কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের পর সকাল ১১ টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।