নিরাপত্তার দাবিতে বগুড়া মেডিকেলে মানববন্ধন

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রী হোস্টেলে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 08:11 AM
Updated : 19 April 2014, 08:11 AM

শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন শেষে কলেজের সামনে মহাসড়কও অবরোধ করে তারা।

বৃহস্পতিবার গভীর রাতে একদল সশস্ত্র যুবক মেডিকেল কলেজের প্রধান হোস্টেলের দ্বিতীয় তলায় প্রথম বর্ষের ছাত্রীদের একটি গণরূমে হানা দিয়ে লুটপাট চালায় দুর্বৃত্তরা।

শিক্ষার্থীরা জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আহসান হাবিব সাংবাদিকদের জানান, হোস্টেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রয়োজনে আরো ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া সদর থানার ওসি ফায়জুল হক জানান, এখনো ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।