খাগড়াছড়িতে গোলাগুলি, ব্যবসায়ী নিহত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে গোলাগুলির সময় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 05:22 AM
Updated : 19 April 2014, 05:40 AM

পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু) এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে।

অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

লক্ষ্মীছড়ি থানার ওসি বাহার মিয়া জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে যুর্গাছড়ি এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন এক স্কুলপড়ুয়া কিশোরী।

নিহত জয় কুমার চাকমা স্থানীয় ব্যবসায়ী। গুলিবিদ্ধ কল্প রানী চাকমা লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে লক্ষ্মীছড়ি হাসপাতাল থেকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

যুর্গাছড়ি এলাকাটি পার্বত্য জেএসএসের (সন্তু) আস্তানা বলে পরিচিত।

সংগঠনটির উপজেলা শাখার সভাপতি জ্যোতিশ চাকমা বলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মীরা তাদের ওপর এ হামলা চালিয়েছে, যা অস্বীকার করেছেন ইউপিডিএফ গণমাধ্যম শাখার প্রধান নিরণ চাকমা।

গুইমারা সেনা রিজিওনের ক্যাপ্টেন ইমরান হোসেন জানিয়েছেন, সকালের দিকে ওই এলাকায় দুপক্ষের মধ্যে ২০/৩০ রাউন্ড গুলিবিনিময় হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেএসএস কর্মী মঙ্গল চাকমাকে আটক করে সেনাবাহিনী।

এসময় সেখান থেকে একটি পাইপ গান, একটি পিস্তল, চারটি গুলি উদ্ধার করা হয়েছে।