টেকনাফে ‘বন্দুকযুদ্ধের’ পর ইয়াবা ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবা চোরাচালানীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ পর একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বন্দুকযুদ্ধে আহত হয়েছেন বিজিবির চার সদস্য।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 03:49 AM
Updated : 19 April 2014, 08:58 AM

শুক্রবার রাত ১০টার দিকে সদর ইউনিয়নে নাফনদীর বেড়িবাঁধের কাছে মৌলভীপাড়া এলাকার এ ঘটনা ঘটে।

টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পেয়ে সেখানে এ অভিযান চালানো হয়। 

আটক ইয়াবা ব্যবসায়ী মো ইসমাঈল (৪২) মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৪৯ হাজার ৪শ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ ইসমাইলকে টেকনাফ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এছাড়াও আহত চার বিজিবি সদস্য খোরশেদ আলম, মিন্টুন দাশ, মো মজিদ ও নুরুল ইসলাম ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

লে. কর্নেল আবুজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ৫/৬ জন লোক একটি নৌকা থেকে নেমে আড়াই নাম্বার স্লুইসগেটের বেড়িবাঁধে উঠে এসে মাঠের দিকে এগিয়ে আসার সময় বিজিবি তাদের থামতে বলে। এ সময় ওই দলটি বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালায়। এক সময় সবাই পালিয়ে গেলেও পরে বেড়িবাঁধের পাশ থেকে গুলিবিদ্ধ চোরাকারবারী ইসমাঈলকে ইয়াবাসহ আটক করা হয়।

তার কাছ থেকে একটি ‘লম্বা কিরিচ’ উদ্ধার হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল বিজিবিকে জানিয়েছে, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে তারা টেকনাফ যাচ্ছিলেন। বিজিবির গুলিতে তাদের আরো এক সদস্য আহত হয়েছেন, তিনি পার্শ্ববর্তী গ্রামে আত্মগোপন করেছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।