আবারো শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’

লালমনিরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 09:14 PM
Updated : 18 April 2014, 09:14 PM

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে।

তিনি জানান, শুক্রবার দুপুরে পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে শহরের দোয়েল গেস্ট হাউজ ঘেরা থেকে তাদের আটক করা হয়। আটকদের কাছে প্রশ্নপত্রের অনুলিপি এবং মোবাইল এসএমএসের মাধ্যমে আসা প্রশ্নোত্তর পাওয়া যায়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের কাগজপত্র ও মোবাইল ফোন জব্দ করেন।

প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগের এ পরীক্ষায় এর আগেও প্রশ্ন ফাঁসের অভিযোগে লালমনিরহাটসহ দেশের ১৭টি জেলার পরীক্ষা বাতিল হয়।

ফলে দ্বিতীয়বারের মতো শুক্রবার বেলা আড়াইটায় ওই ১৭ জেলায় এ নিয়োগ পরীক্ষা নেয়া হয়।

ছয় পরীক্ষার্থীসহ আটক ২৩ জনকে সন্ধ্যায় সদর থানায় নেয়া হয়েছে বলে গোয়েন্দা কর্মকর্কা প্রদীপ কুমার জানান।