পল্লবীতে ভেজাল ওষুধ তৈরি করায় দুজনকে দণ্ড

রাজধানীর পল্লবীতে গবাদি পশুর ভেজাল ওষুধ তৈরির অপরাধে দুইজনকে দণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 07:41 PM
Updated : 18 April 2014, 07:41 PM

এরা হলেন- মো. আশরাফুল আলম চৌধুরী ও মো. এনাম আহমেদ।

র‌্যাব-৪ এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন জানান, শুক্রবার দুপুরে পল্লবীর ১২ নম্বর সেক্টরের ১৬ নম্বর বাসার গ্যারেজে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। ছয়তলা ভবনের নিচতলার গ্যারেজে গবাদি পশুর ভেজাল ওষুধ তৈরি করতো তারা।

তিনি জানান, ওই গ্যারেজে ভারতীয় হার্বস রিচার্জ অ্যান্ড সাপ্লাই কোম্পানির ব্র্যান্ডের  বিভিন্ন নকল ওষুধ তৈরি করা হতো। এছাড়া সিঙ্গাপুরের এক বিখ্যাত কোম্পানির তৈরি গবাদি পশুর ওষুধও নকল করে বাজারজাত করতো তারা।

ম্যাজিস্ট্রেট আল-আমীন বলেন,  অপরাধ স্বীকার করায় মালিক আশরাফুলকে দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়। আর এনামকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।