চট্টগ্রামে চার নারী ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামে চার নারীকে আটক করা হয়েছে, যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 04:00 PM
Updated : 18 April 2014, 04:00 PM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর পাঁচলাইশ এবং চকবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- রোজী আক্তার (২৬), ফাতেমা বেগম (২৫), রাশিদা বেগম (১৮) ও মুন্নি বেগম (২৫)।

এদের মধ্যে রোজী ছিনতাইকারী চক্রের নেতা বলে পুলিশ জানায়।

ওসি আবু জাফর বলেন, “গ্রেপ্তাররা নগরীর কোলাহলপূর্ণ বিভিন্ন স্থান এবং শপিং মলে মোবাইল ও ব্যাগ ছিনতাইয়ের সঙ্গে জড়িত।”

তিনি জানান, বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচলাইশ এলাকার ‘কিং অফ চিটাগং কমিউনিটি সেন্টারে’ একটি বিয়ের অনুষ্ঠানে এক মহিলার ব্যাগ ও মোবাইল ছিনতাই করে রাশিদা ও মুন্নি।

এ ঘটনায় তাদের দুজনকে ধরে পুলিশে দেয় এলাকাবাসী।

তাদের দেয়া তথ্য অনুযায়ী গভীর রাতে চকবাজারের ওমর আলী মাতুব্বর রোডের একটি বাসা থেকে ফাতেমাকে গ্রেপ্তার করে ৪০ হাজার টাকাসহ ছিনতাই হওয়া ব্যাগটি উদ্ধার করা হয়।

পরে ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করে ভোরের দিকে একই এলাকার অন্য একটি বাসা থেকে রোজীকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল দুটি উদ্ধার করা হয় বলে জানান ওসি ফারুক।

তিনি বলেন, “রোজীর বাসায় অভিযান চালানোর সময় সে নিজেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী বলে দাবি করে।”

গ্রেপ্তার অন্য তিনজন বিভিন্ন স্থান থেকে মোবাইল, টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে রোজীর কাছে জমা রাখতো বলে জানান পুলিশ কর্মকর্তা ফারুক।

তিনি বলেন, “রোজী সবার মধ্যে লুট করা মালামাল ভাগ বাটোয়ারা করে দিত।”