কুড়িগ্রাম সীমান্তে গুলিতে বাংলাদেশি আহত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 01:28 PM
Updated : 18 April 2014, 01:28 PM

শুক্রবার বালারহাট সীমান্তের ৯৩১ নং আর্ন্তজাতিক পিলারের কাছে নো-ম্যানস ল্যান্ড গুলিবিদ্ধ শামছুল হককে (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালারহাট বিজিবি ক্যাম্পের হাবিলদার আরশাদুর রহমান জানান, সকালে উপজেলার ছিট করলা গ্রামের কেছমত আলীর ছেলে শামছুল হক বালারহাট ৯৩১ নং আর্ন্তজাতিক পিলারের নিকট নো-ম্যানস ল্যান্ড থেকে গরু আনতে যান।

এ সময় ভারতের বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুরুতর আহত শামছুল হককে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাবিলদার আরশাদুর আরো জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে বিএসএফকে কড়া পত্র দেয়া হয়েছে।

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দেয়ায় বিজিবি ও বিএসএফ সীমান্ত টহল জোড়দার করেছে।