বোয়ালমারীতে সেরা কৃষকদের সংবর্ধনা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সেরা ত্রিশ জন কৃষককে সংবর্ধনা দিয়েছে স্থানীয় তিন উপজেলা আওয়ামী লীগ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 01:01 PM
Updated : 18 April 2014, 02:37 PM

বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন এ তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান।

বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া এ সংবর্ধনার জন্য বোয়ালমারীর ২৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে একজন করে মোট ত্রিশজন সেরা কৃষককে বাছাই করা হয়।

প্রত্যোকটি ইউনিয়নে নিযুক্ত ‘ব্লক সুপারভাইজার’ পদের কৃষি কর্মকর্তারা এ ত্রিশ কৃষককে বাছাই করেন।

অনুষ্ঠানে সাংসদ মো. আব্দুর রহমান বলেন, কৃষকদের কাজের মূল্যায়ন করতে এখন থেকে প্রতিবছর এ সেরা কৃষক সংবর্ধনার আয়োজন করা হবে।

সাধারণত এমপি, মন্ত্রী বা এ ধরনের কোনো জনপ্রতিনিধিদের সবাই সংবর্ধনা দেয়। কিন্তু দেশের মাটি থেকে মানুষের জন্য খাদ্য উৎপাদন করা কৃষকদের সংবর্ধনা দিলে দেশের কৃষি ও কৃষক আরো উৎসাহিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন ও ইউএনও মো. সহিদুজ্জামান,  বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ডা. মির্জা নাহিদা রহমান বন্যা, আলফাঙ্গা উপজেলা চেয়ারম্যান এমএম জালালউদ্দিন আহমেদ ও ইউএনও মোহাম্মাদ আবুল খায়ের, এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।