কর্মচারীর মৃত্যুতে বিচারকের বাসভবন ঘেরাও

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নাইটগার্ড মারা যাওয়ার খবরে উত্তেজিত জনতা জেলার এক বিচারকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 08:25 AM
Updated : 18 April 2014, 08:25 AM

শুক্রবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পারভোজ শাহরিয়ার বাসভবন চত্বরে একটি সজনে গাছ থেকে সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আক্কাছ আলী (৬০)। দীর্ঘদিন ধরে শহরে নাইটগার্ডের পাশাপাশি  ভ্যান চালাতেন তিনি।

আক্কাস ঝিনাইদহ সদর উপজেলার কোরাপাড়া গ্রামের ছামেদ আলীর ছেলে।

ঝিনাদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বিচারকদের বাস ভবন চত্বরের একটি সজনে গাছে ওঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আক্কাস।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ।

ওসি আরো জানান, এ সময় আশেপাশের বিক্ষুব্ধ জনতা বাসা ঘেরাও করে এবং  ভেতরে ঢোকার চেষ্টা করে।

পুলিশের বাধায় বাসায় ঢুকতে না পেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এ সময় পুলিশ লাঠচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ওসি ইকবাল বাহার চৌধুরী।