বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেয়ার জের ধরে সড়ক অবরোধকালে র‌্যাব-পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 06:29 AM
Updated : 18 April 2014, 06:29 AM

এ সময় তারা বরিশাল কোতোয়ালি থানার ওসির অপারণের দাবি জানায়।

শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।

ফাইল ছবি

‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ বাস মালিকদের পক্ষ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর টিয়ার সেল ও গুলি বর্ষণ করে। পুলিশের হামলায় আহত হন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন ছিল পুলিশ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বাস থেকে ফেলে দেয়াকে কেন্দ্র করে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় র‌্যাব ও পুলিশের দুই সদস্যসহ ১০ জন।