কিশোরগঞ্জের আইনজীবীদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 03:47 PM
Updated : 17 April 2014, 03:47 PM

বৃহস্পতিবার বঙ্গভবনে কিশোরগঞ্জ জেলা আইনজীবির সমিতির সভাপতি শাহ আজিজুল হকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির দেখা করেন।

আবদুল হামিদ ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৫ বার কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

আইনজীবী নেতারা কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন এবং জেলা জজ আদালতের অবকাঠামো উন্নয়নে আবদুল হামিদের সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।

এছাড়া কিশোরগঞ্জে বিদ্যুৎ আদালত প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।

রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতির নব নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সব ধরনের সহযোহিতার আশ্বাস দেন।