টিউশনির বিজ্ঞাপন: ছাত্রীরা সাবধান!

টিউশনি দেয়ার কথা বলে ছাত্রীদের ডেকে নিয়ে জোরপূর্বক তাদের ছবি তুলে অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরী থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 03:45 PM
Updated : 17 April 2014, 03:45 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দুই নম্বর গেইট এলাকা থেকে ফয়েজ আলীকে (৩২) আটক করে গোয়েন্দা পুলিশ। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীর বিভিন্ন মহিলা হোস্টেলের সামনে লেডি টিউটর নিয়োগের বিজ্ঞাপন দিয়ে সে পোস্টার লাগাত। ওই পোস্টারের নম্বরে যোগাযোগ করলে ফয়েজের প্রতারণা শুরু হত।

“টিউশনি পেতে আগ্রহী ছাত্রীরা যোগাযোগ করলে ফয়েজ তাদেরকে শিক্ষার্থীর বাসায় নেয়ার কথা বলে নগরীর কোনো হোটেলে বা অন্য কোথাও নিয়ে যেত। সেখানে জোরপূর্বক ছাত্রীদের ছবি তুলে তা প্রকাশের হুমকি দিয়ে টাকা আদায় করত।”

 

এধরণের কয়েকটি ঘটনার পর সম্প্রতি কয়েকজন ছাত্রী নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তাকে ধরতে অভিযান চালানো হয়।

বাবুল আক্তার বলেন, “ফয়েজ নিজেকে কখনো লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার কখনো চিকিৎসক পরিচয় দিত।

“তার ভিজিটিং কার্ডে লেখা আছে এলএলবি-এলএলএম, ফার্স্ট ক্লাস, ইউনিভার্সিটি অব লন্ডন। ফেসবুক আইডিতে পরিচয় দেয়া আছে এএসপি, ৩০ তম ব্যাচ।”

বিভিন্ন পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ফয়েজ প্রতারণা করত বলে পুলিশের কাছে অভিযোগ আছে।