প্রবাসী তরুণদের দেশের উন্নয়নে উৎসাহিত করতে রাষ্ট্রপতির আহ্বান

প্রবাসী তরুণদের বাংলাদেশের উন্নয়নে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 03:43 PM
Updated : 17 April 2014, 03:43 PM

বাংলাদেশ সম্পর্কে প্রবাসী তরুণদের ধারণা বাড়ানোর উদ্যোগ নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

‘ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউকেবিসিসিআই) একটি প্রতিনিধি বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।

ইউকেবিসিসিআইর ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এর চেয়ারম্যান ইকবাল আহমেদ।

এসময় ইউকেবিসিসিআই চেয়ারম্যান রাষ্ট্রপতিকে সংগঠনের উদ্দেশ্য ও কাজ সম্পর্কে ধারণা দেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্যে বাংলাদেশী পণ্যের বাজার বাড়াতেও তারা কাজ করছে।

রাষ্ট্রপতি ইউকেবিসিসিআইর কাজে সন্তোষ প্রকাশ করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে আরো বেশি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।