গাজীপুরে আগুন নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তিতাস গ্যাসের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 02:28 PM
Updated : 17 April 2014, 04:44 PM

শ্রীপুরের মাওনা মহাসড়ক থানার ওসি সানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গ্যাস লাইনে আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার পর প্রায় সোয়া দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

ওসি সানোয়ার বলেন, মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজে মাটির কাটার এক্সক্যাভিটর যন্ত্রের আঘাতে তিতাস গ্যাসের সরবরাহ লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। এ সময় আশপাশের কয়েকটি দোকানেও আগুন লাগে।

গ্যাসের আগুনের শিখা প্রায় ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত উপরে ওঠে বলে জানান তিনি।

তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) মীর মশিউর রহমান বলেন, আগুন লাগার পর ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এরপর ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে ফেলে।

বর্তমানে লাইন মেরামতের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এতে রাজধানীতে গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলে তারা মনে করছেন।

আগুনে কেউ দগ্ধ না হলেও একটি ছাপড়া মসজিদসহ ২০ থেকে ২৫টি ছোটো দোকানঘর পুড়ে গেছে বলে ওসি জানিয়েছেন।