শরীয়তপুরে গণধর্ষণে মামলা করতে বাধাদানের অভিযোগ

শরীয়তপুরের সখিপুরে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মামলা করতে না দিয়ে প্রভাবশালীরা তা মীমাংসার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 01:08 PM
Updated : 17 April 2014, 01:08 PM

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি জানিয়ে সখিপুর থানার ওসি আরিফ হোসেন বলেন, “অভিভাবকদের মামলা করতে বললেও তারা আসেননি।”

তাই আইনগত ব্যবস্থা নিতে পারেননি বলেও জানান তিনি।

তবে কিশোরীর ভাই জানিয়েছেন, ভয়ে প্রভাবশালীদের নামও প্রকাশ করতে পারছেন না তারা।

তিনি বরেন, “তারা আমাদেরকে মামলা করতে দিচ্ছে না, বলছে মীমাংসা করতে।”

(প্রতীকী ছবি)

ঘটনার শিকার কিশোরী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ভাই।

হাসপাতালে কিশোরীরর ভাই এবং তাদের প্রতিবেশী মাসুদ হোসেনের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির।

ঘটনা শিকার মেয়েটির সজনরা জানান, রাত সাড়ে আটটার দিকে একটি অনুষ্ঠান দেখে ফেরার পথে ভেদরগঞ্জ উপজেলার চরবয়রা গ্রামের ওই কিশোরীকে খোকন ও তার বন্ধুরা ধর্ষণ করে।

এ ঘটনা পূর্ব পরিকল্পিত হিসাবে দাবি করে কিশোরীর ভাই বলেন, “আমার বোনকে বিয়ে করতে চেয়েছিল খোকন।

“আমরা তাতে রাজি না হওয়ায় সে আমার বোনের এই সর্বনাশ করেছে।”