লালমনিরহাটে মন্দিরে অগ্নিসংযোগ

লালমনিরহাটের আদিতমারীতে এক মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 11:53 AM
Updated : 17 April 2014, 11:53 AM

বৃহস্পতিবার ভোর ৩টার দিকে সারপুকুর ইউনিয়নের ভোলার দীঘি দূর্গা মন্দিরে আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল বলেন, “রাতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।”

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল আসার আগেই স্থানীয়রা  আগুন নিভিয়ে ফেলেন।

এতে মন্দিরের বাঁশের বেড়া পুড়ে গেছে বলে জানান তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মন্দির কমিটির সভাপতি আন্দারু বর্মণ একটি মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

“অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।”

এদিকে দুপুরে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহম্মেদ, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার।