প্রধানমন্ত্রী অসুস্থ, কর্মসূচি সংক্ষিপ্ত

সাইনাসের সমস্যায় ভোগায় গত কয়েকদিন ধরে কর্মসূচি সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শহীদুল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 11:31 AM
Updated : 17 April 2014, 11:32 AM

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে কোনো আলোচনা সভায় অংশ নেননি তিনি। এর আগেও  কয়েকটি কর্মসূচিতে অল্প সময় ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে যে তিনি সাইনাসের সমস্যায় ভুগছেন। গত শনিবার থেকে শারীরিক এই সমস্যায় ভুগছেন তিনি।

এজন্য সোমবার পহেলা বৈশাখে গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানও সংক্ষিপ্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।

সেদিন বিকালে গণভবনে গণমাধ্যমের কর্মীদেরও প্রধানমন্ত্রী অল্প সময় দিয়েছিলেন।

বুধবার রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে চেক বিতরণের পরই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবন চলে যান।

মুজিবনগর দিবসে বৃহস্পতিবার ভোরে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী গণভবনে চলে যান। তিনি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়েও যাননি।