বাংলাবান্ধা স্থলবন্দর বৃহস্পতি ও শুক্রবার বন্ধ

পঞ্চগড়ের স্থলবন্দর বাংলাবান্ধা বৃহস্পতি ও শুক্রবার দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 11:02 AM
Updated : 17 April 2014, 11:02 AM

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং খ্রিস্টন ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে উপলক্ষে তেঁতুলিয়া উপজেলার এ বন্দরে এ কার্যক্রম বন্ধ থাকছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক কাজী আল তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকলেও দাপ্তরিক কাজ স্বাভাবিক রয়েছে।

“শনিবার থেকে বন্দরে সব ধরনের কার্যক্রম চালু হবে।”

ফাইল ছবি

 

বাংলাবান্ধা বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদি হাসান বাবলা জানান, শিলিগুড়ি মহকুমায় বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই ওই এলাকায় সরকারি ছুটি রয়েছে।

বাংলাবান্ধা বন্দর ও তার বিপরীতে ভারতের দার্র্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ফুলবাড়ী স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় বাণিজ্যিক কার্যক্রম চলে।