ডেসটিনি চেয়ারম্যান-এমডির জামিন নামঞ্জুর

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার জামিন আবেদন নাকচ করেছে আদালত। 

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 08:57 AM
Updated : 17 April 2014, 08:57 AM

বৃহস্পতিবার সকালে ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক মেহের নিগার সূচনা এই আদেশ দেন।

রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালের ৩১ জুলাই ওই দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে জানান, মামলার আসামি পক্ষের আইনজীবী বদিউর রহমান তফাদার এ মামলায় জামিন শুনানি করেন।

বর্তমানে মোহাম্মদ হোসেন এবং রফিকুল আমিন কারাগারে রয়েছেন।

ডেসটিনি এমডি-চেয়ারম্যানের দোষ স্বীকার

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে এই দুই মামলা করেন।

মামলা দুটিতে মোট সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাত করে পাচারের অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে ট্রি-প্ল্যানটেশন প্রকল্প থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা এবং এমএলএম অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৯৩৫ কোটি টাকা সরানোর অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

দুদকের আইনজীবী কবির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাগুলোতে শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে।”