বারডেম চিকিৎসকদের মানববন্ধন, নতুন কর্মসূচি

বারডেমে হামলার প্রতিবাদে ধর্মঘট প্রত্যাহার করে নিলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 08:46 AM
Updated : 17 April 2014, 10:17 AM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধনে ডায়বেটিক রোগীদের জন্য বিশেষায়িত এই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা অংশ নেন।

গত রোববার রাতে এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতাল ভাংচুর এবং তিনজন চিকিৎসকের ওপর হামলা চালালে তার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়।

পরে হামলাকারী ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে প্রত্যাহার করে নেয়া হলে কর্মসূচি থেকে সরে দাঁড়ান চিকিৎসকরা।

আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, নিজেদের নিরাপত্তার দাবিতে শনিবার তারা ১২টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। এছাড়া কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি দাবি না মেনে নেয়া পর্যন্ত অব্যাহত থাকবে ।