ভারতে পাচারকালে কিশোরী উদ্ধার, আটক ২

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কিশোরীকে উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজন দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 04:33 AM
Updated : 17 April 2014, 04:33 AM

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে যশোরের বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্তে এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত কিশোরীর নাম না জানালেও বয়স ১৫ এবং তার বাড়ি খুলনায়।

আটকরা হলেন-মাসুদ রানা (২২) ও শাওন গাজি (২৫)। দুজনের বাড়ি শার্শা উপজেলার বুরুজবাগান (নাভারন) গ্রামে।

উদ্ধারকৃত কিশোরী ও আটকদের বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নারী ও শিশু পাচার আইনে একটি মামলা হয়েছে জানিয়ে বন্দর থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকদের বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

লেফটেন্যান্ট কর্নেল মতিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ভারতে পাচার করা হচ্ছিল।