রিজওয়ানার স্বামী অপহরণে খালেদার উদ্বেগ

বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এ বি সিদ্দিকের অপহরণে উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন,এই ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘গুরুতর’ অবনতির ‘প্রতিচ্ছবি’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 05:50 PM
Updated : 16 April 2014, 05:50 PM

এ বি সিদ্দিককে দ্রুত উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বুধবার রাতে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

এদিন বেলা ৩টার দিকে একদল দুর্বৃত্ত নারায়ণগঞ্জে এ বি  সিদ্দিককে অপহরণ করে। তিনি ফতুল্লার একটি পোশাক কারখানার নির্বাহী পরিচালক।

খালেদা বলেন, “আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী অপহরণের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।

“রাজধানীর উপকণ্ঠে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র ব্যক্তিরা তার মতো একজন ব্যক্তিকে এভাবে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসীও প্রবলভাবে উৎকণ্ঠিত। কোথাও যে কারো কোনো নিরাপত্তা নেই, এটা তারই জ্বলন্ত প্রমাণ।”

এই প্রসঙ্গে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীনদের দমন-পীড়নের অভিযোগ তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেন, “এখন রাজনীতির সঙ্গে সংশ্রবহীন গুরুত্বপূর্ণ নাগরিকদের নিরাপত্তাও চরমভাবে বিপন্ন।”