৮৩ বছরের পুরনো দেবোত্তর সম্পত্তি দখলে অভিযুক্ত ২২ জন  

জালিয়াতির মাধ্যমে ৮৩ বছরের পুরনো একটি দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে ২২ দখলকারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 05:34 PM
Updated : 16 April 2014, 05:34 PM

বাদিপক্ষের আইনজীবী লিয়াকত আলী জানান, রাজধানীর বাড্ডা আনন্দনগরের শ্রীশ্রী কালাচাঁদ জিউ ঠাকুরের মালিকানাধীন প্রায় পাঁচ একর সম্পত্তি দখলের অভিযোগে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন সিআইডির পরিদর্শক এসএম মিরাজ আল মাহমুদ।

অভিযোগপত্রে বলা হয়, বাড্ডা মৌজার ৩৮৯ নম্বর সিএস খতিয়ানের ৪ দশমিক ৮২ একর সম্পত্তি ১৯৩১ সালের ১৭ জুলাই শ্রীশ্রী কালাচাঁদ জিউ ঠাকুরের বিগ্রহের নামে নিবন্ধিত হয়। তারপর থেকে সেখানে হিন্দু ধর্মালম্বীরা ধর্মীয় আচার পালন করে আসছিলেন।

২০১০ সালে রাতের আঁধারে স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যু মাহমুদ আব্দুল মালিক লোকজন নিয়ে ওই দেবোত্তর সম্পত্তি দখল করে সেখানকার মন্দির ভেঙে ফেলেন বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে।

পরের বছরের ৫ এপ্রিল দখলকারীরা বাড্ডা সাব-রেজিস্ট্রার কার্যলয়ের অসাধু কর্মচারীদের যোগসাজসে জাল দলিল তৈরি করে।

গত বছরের ৭ ফেব্রুয়ারি বাড্ডার  সমাজকর্মী  সাইফুল ইসলাম শ্রীশ্রী কালাচাঁন জিউ বিগ্রহের পক্ষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগ করেন।

আদালতের আদেশে তদন্ত শেষে বাড্ডা থানা অভিযোগটি ১৩ ফেব্রুয়ারি নিয়মিত মামলা হিসাবে গ্রহণ করে।

মামলার বাদি সাইফুল ইসলাম জানান, বিভিন্ন হাত ঘুরে বর্তমানে ওই সম্পত্তি বেসরকারি সংস্থা ব্র্যাকের দখলে রয়েছে।