ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের পেটালেন ‘যুবলীগ নেতা’

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিকের উপর হামলার অভিযোগ ওঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 04:02 PM
Updated : 16 April 2014, 04:14 PM

বুধবার বেলা ২টায় ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গত ৩১ মার্চ উপজেলা নির্বাচনের পঞ্চম দফা ভোটের আগের দিন আইনি জটিলতায় এই উপজেলার ভোট স্থগিত করা হয়।

সদর থানার ওসি ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত সাংবাদিক রতন সরকারকে পুলিশ প্রহরায় প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার শিকার রতন সরকার সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান। অপর দুই সাংবাদিকের নাম তাদের অনুরোধে প্রকাশ করা হলো না।

ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, দুপুরে ওই কেন্দ্র থেকে সময় টেলিভিশন উপজেলা নির্বাচনের চিত্র সরাসরি সম্প্রচার করছিল।

এ সময় সেখানে থাকা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আ. মজিদ আপেল ও সদস্য সমির উদ্দীনসহ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হন।

এক পর্যায়ে তারা রতন সরকারকে বেদম মারধর করেন। মারধরের সময় পুলিশ দাঁড়িয়েছিল, কোনো ব্যবস্থা নেয়নি।

অভিযোগের ব্যাপারে যুবলীগ নেতা আ. মজিদ আপেলকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

আহত রতন সরকার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা ভোট ছিনতাই করছিল দাবি করে বলেন, এ দৃশ্য সরাসরি প্রচার করলে তারা তার উপর হামলা চালায়।

তবে পুলিশ নীরব ছিল এমন অভিযোগ অস্বীকার করে ওসি ফিরোজ খান জানান, আহত সাংবাদিককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।