অপহরণ মামলায় দুই যুবক ১৪ বছর দণ্ডিত

এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় দুই যুবককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 02:52 PM
Updated : 16 April 2014, 02:52 PM

এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে কারাভোগ করতে হবে।

বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদুর রহমান এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় চারজনকে।

দণ্ডিতরা হলেন শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামের আব্দুর মান্নানের ছেলে আব্দুল মালেক ও কুড়ান আলীর ছেলে আব্দুর রহিম। 

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নুকালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং উপজেলার নুকালী গ্রামের একটি মেয়েকে (নাম পরিচয় প্রকাশ করা হলো না) অপহরণ করে আসামিরা।

এ ঘটনায়  স্কুলছাত্রীর বাবা ছয়জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি অপহরণ মামলা করেন।

ওই বছর ১ মার্চ মেয়েটিকে নুকালী গ্রামের আসামিদের বাড়ি থেকে উদ্ধার হয়।