শাহ আমানতে ২৪ টি সোনার বারসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের এক যাত্রীর আসনের নিচ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 01:44 PM
Updated : 16 April 2014, 01:44 PM

বুধবার বিকালে জেদ্দা থেকে চট্টগ্রামে আসা বিমানের ০৩৮ ফ্লাইট থেকে সোনাসহ যাত্রী মো. ইসমাইলকে (৩৫) আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক নাহিদ নওশাদ মুকুল।

আটক ইসমাইল চট্টগ্রামের রাউজানের বাসিন্দা।

নাহিদ নওশাদ জানান, বিকাল সাড়ে ৩টায় ০৩৮ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়া কথা ছিল।

“উড়োজাহাজটি অবতরণের পর শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা তল্লাশি করে ইসমাইলের আসনের নিচ থকে ২৪ টি সোনার বার জব্দ করেন।”

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, আটক ইসমাইল চট্টগ্রামের বাসিন্দা হলেও তার ঢাকায় নামার কথা ছিল।