রাজশাহী পুলিশে ওয়ান স্টপ সার্ভিস চালু

নাগরিকদের আইনি ও তথ্য সেবা দিতে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।

রাজশাহী অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 12:31 PM
Updated : 16 April 2014, 12:31 PM

বুধবার মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস সেন্টার উদ্বোধন করেন।

মহানগর পুলিশ জানায়, পুলিশ ইন্সপেক্টর মহতারমা আশরাফি খানমকে এই সার্ভিস সেন্টারের দায়িত্ব দেয়া হয়েছে। নগরবাসী যে কোনো তথ্য জানতে ০১৭৬৯৬৯০৪০৫ এবং ০৭২১৭৭১২৭০ নম্বরে ফোন করে এ সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

উদ্ধোধন অনুষ্ঠানে মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বলেন, “পেশাদার পুলিশ সদস্য দিয়ে মানসম্মত সেবা দেয়ার মাধ্যমে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করা আমাদের প্রধান লক্ষ্য।”

এ সেন্টারের মাধ্যমে মহানগরবাসী খুব সহজেই পুলিশের অনাপত্তিপত্র (ক্লিয়ারেন্স সার্টিফিকেট) পাওয়া যাবে, জিডি এন্ট্রি করা যাবে। এছাড়া গ্রেপ্তার করা ব্যক্তি ও বিভিন্ন মামলা সম্পর্কে তথ্যসহ প্রয়োজনীয় সব ধরনের তথ্য পাওয়া যাবে।

২০১৩ সালের ২৫ নভেম্বর রাজশাহীতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরীক্ষামূলকভাবে চালু করা হয়।

মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান আরো জানান, পরীক্ষামূলকভাবে চালুর সময় থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্টার থেকে ২৬টি অনাপত্তিপত্র দেয়া হয়েছে।

এছাড়াও এ বছরের ১৫ এপ্রিল পর্যন্ত ৬২টি পুলিশের অনাপত্তিপত্রের আবেদনের বিপরীতে ২৯টি দেয়া হয়েছে।

ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি চালুর পর থেকে এ পর্যন্ত শতাধিক ব্যক্তি বিভিন্ন ধরনের আইনি ও তথ্য সেবা গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (পূর্ব) প্রলয় চিসিম ও মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জিয়াউর রহমান জিয়াসহ নগরীর বিভিন্ন থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।