তেজগাঁওয়ে অগ্নিদগ্ধ আরেক জনের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে হার্ডওয়্যারের দোকানে আগুনে দগ্ধ বৃদ্ধ জহিরুল ইসলাম (৬০) ছয়দিন মৃত্যু সঙ্গে লড়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 12:27 PM
Updated : 16 April 2014, 12:27 PM

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় তিনি মারা যান বলে পুলিশ জানায়।

এ নিয়ে এই আগুনে মোট পাঁচজন মারা গেলেন। তার আগে ভ্যানচালক আব্দুল লতিফ (৭০), খলিলুর রহমান (৩৬), শফিউল আজম (৪৫) ও শিশু মোতালেব (১২) মারা যান।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে জহিরুল ইসলাম মারা যান।

তেজগাঁওয়ে অগ্নিদগ্ধ আরো চারজন হাসপাতালে রয়েছেন বলে জানান তিনি। তারা হলেন- মাহমুদুল হাসান (৩৭),  মো. মাসুদ (২৫),জাকির (২৫) ও  উজ্জ্বল (২৫)।

দগ্ধদের মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী শাম্মী এবং নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ইফফাত আরা একদিন হাসপাতালে থেকে বাড়ি ফিরে যান।

গত ১০ এপ্রিল তেজগাঁও মহিলা কলেজের পাশের একটি হার্ডওয়্যার দোকানে আগুন লাগলে ১১ জন দগ্ধ হন।