ছুটি থেকে ফিরে নতুন তফসিল দিলেন সিইসি

পাঁচ পর্বে ভোটের পর যে কয়টি উপজেলা বাকি ছিল, তার মধ্যে ১৪টিতে ১৯ মে ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 12:12 PM
Updated : 16 April 2014, 12:13 PM

ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরার দুদিন পর বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের তফসিল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন শুরুর পর ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সিইসি, এই সফর নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে হয় তাকে।  

ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ জেলার এ সব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৪ এপ্রিল, বাছাই ২৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ৩ মে।

ফাইল ছবি

বাংলাদেশের ৪৮৭টি উপজেলার মধ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ৫ ধাপে ৪৫৯টিতে ভোট হয়। শেষ ধাপের ১৪ উপজেলার ভোট হবে এবার।

যেসব উপজেলায় ১৯ মে ভোট হবে, সেগুলো হল- রংপুরের সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, পটুয়াখালীর রাঙ্গাবালী, রাজবাড়ীর কালুখালী, নারায়ণগঞ্জের বন্দর, গাজীপুরের সদর, টাঙ্গাইলের বাসাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আর্দশ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ।

কয়েকটি উপজেলার মেয়াদ শেষ না হওয়ায় ও আইনি জটিলতায় এবছর আর নির্বাচন হচ্ছে না।