নড়াইলে পরিবহন ধর্মঘট চলছে

নছিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে মালিক সমিতির ডাকে বুধবার সকাল থেকে নড়াইলের সকল রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 11:44 AM
Updated : 16 April 2014, 11:44 AM

নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে।

সমিতির সভাপতি নাজমুল আলম জানান, জেলার যেসব সড়কে বাস-মিনিবাস চলাচল করে সেই সড়কগুলোতে দীর্ঘদিন যাবত নছিমন-করিমন, ইজিবাইকসহ বিভিন্ন প্রকার অবৈধ যানে যাত্রী বহন করা হচ্ছে। 

এ সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সকাল থেকে জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

তিনি বলেন, “এ বিষয়ে আজ বিকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে। আলোচনার ফলাফলের উপর ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নির্ভর করছে।”

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নড়াইলের পুরাতন বাস টার্মিনালে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এক সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।