অর্থ আত্মসাত: পূবালী ব্যাংক কর্মকর্তা আটক

জালিয়াতির মাধ্যমে ১ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের এক কর্মকর্তাকে তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 11:13 AM
Updated : 16 April 2014, 11:13 AM

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, বুধবার সকালে তেজগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মশিউল আলমকে।

তিনি পূবালী ব্যাংক আর কে মিশন রোড শাখার একজন কর্মকর্তা।

প্রণবকুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের উপ-পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে  মশিউলের বাড়িতে অভিযান চালানো হয়।

“৮২ টি ডিডি (ডিমান্ড ড্রাফট) এর বিপরীতে ভাউচার জালিয়াতির মাধ্যমে তিনি (মশিউল) এক কোটি ৬৮ লাখ ৯৯৯ টাকা আত্মসাত করেন।”

মশিউলের গত বছর ২৩ জুন রাজধানীর ওয়ারী থানায় মামলা করেছিল দুদক।

দুদকের উপ পরিচালক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মশিউলকে আদালতে তুলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।