এসিড নিক্ষেপের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্কুলছাত্রকে এসিড নিক্ষেপের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 11:12 AM
Updated : 16 April 2014, 11:12 AM

এছাড়া প্রত্যককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয়মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

বুধবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আব্দুস সালেক আসামিদের উপস্থিতি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়ার দুর্গানগর সোনাতলা জোলাহাটি নতুনপাড়ার প্রয়াত কাজেম আলী সরকারের ছেলে তাঁত শ্রমিক কাশেম আলী (৩০) ও নন্দীগাতী গ্রামের প্রয়াত হাছেন মোল্লার ছেলে বাবু চাঁদ (২৯)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৬ এপ্রিল গভীর রাতে চরনন্দীগাতী গ্রামের প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে ও উল্লাপাড়া আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র হাফিজুল ইসলাম ওরফে আলাউলকে (১৬) ঘরের টিনের বেড়া কেটে ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তার মুখমণ্ডল, চোখ, গলা ও বুক ঝলসে যায়।

পরদিন তার বড়ভাই আব্দুর রহমান অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শরিফুল ইসলাম ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।