খুলনায় আইনজীবী হত্যায় ১৮ জনের যাবজ্জীবন

খুলনা জজ আদালতের আইনজীবী দুর্গাপদ মন্ডল হত্যাকাণ্ডের রায়ে ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 11:09 AM
Updated : 16 April 2014, 11:09 AM

বুধবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মদীনা বেগম এ রায় দেন।

এছাড়া প্রত্যেককে  ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন অরুণ বিশ্বাস, সুনীল বৈদ্য, নৃপেন বিশ্বাস, বিনয় সরদার, অমর সরদার, জয়ন্ত সরদার, মাধব বিশ্বাস, ভোলা সরদার, বীরেন্দ্র নাথ ওরফে গিরেন্দ্র নাথ বিশ্বাস, পুলিন বিশ্বাস, সুধাংশু মন্ডল, সুভাষ মন্ডল, বাসুদেব সরকার, তাপস বিশ্বাস, বিধান মন্ডল, আব্দুল মজিদ ওরফে মালু, গোবিন্দ বিশ্বাস ও দীপক সরদার ।

দণ্ডিতদের মধ্যে আব্দুল মজিদ ওরফে মালু, গোবিন্দ বিশ্বাস ও দীপক সরদার পলাতক রয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন,  ২০০০ সালের ২১ জুলাই দাকোপ উপজেলার লাইডোব গ্রামে নিজ জমির কৃষিকাজ দেখতে গেলে সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন আইনজীবী দুর্গাপদ মন্ডলকে। ২৪ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর আগে ভাইপো তপন মন্ডলের মাধ্যমে ২০ জনকে আসামি করে লিখিত এজাহার পাঠিয়ে দাকোপ থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা দাকোপ থানার এসআই চৌধুরী আহাদুজ্জামান ২০০৫ সালের ৬ নভেম্বর ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।