সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা থেকে হাত-পা বাঁধা এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 10:48 AM
Updated : 16 April 2014, 10:48 AM

পুলিশ জানায়, বুধবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পাশে হাফিজ আলী সরকারের (৫৫) লাশ পাওয়া যায়।

হাফিজ মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকার প্রয়াত জলিল সরকার ছেলে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় দুটি হত্যাসহ অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) আজিম-উল-আহসান জানান, ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে লাশটি দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গেছে।

তার বুকে দুটি গুলিবিদ্ধ, দুই হাত পেছনের দিকে বাঁধা, মুখে স্কচ টেপ লাগানো ছিল। পরনে ছিল সাদা পাঞ্জাবী ও চেক লুঙ্গি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, নিহত হাফিজ আলী সরকার মুন্সীগঞ্জের বিভিন্ন মামলার পলাতক আসামী ছিলেন। মঙ্গলবার একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্ত্রী আম্বিয়া বেগম জানান, তার স্বামী হাফিজ আলী সরকার মঙ্গলবার দুপুরে একটি মামলায় মুন্সীগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে আদালত থেকে বের হয়ে আসার সময় কয়েকজন লোক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বুধবার সকালে আত্মীয়স্বজনের মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এসে স্বামীর লাশ শনাক্ত করেন তিনি।

আম্বিয়া আরো জানান, হাফিজ নারায়ণগঞ্জে সবজি বিক্রি করতেন।

মুন্সীগঞ্জের জনৈক মনির নামের এক ব্যক্তির সঙ্গে তার স্বামীর জমি নিয়ে বিরোধ ছিল বলেও তিনি জানান।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, নিহত হাফিজ আলী সরকার সন্ত্রাসী প্রকৃতির লোক ছিলেন। তার বিরুদ্ধে যুবলীগ সভাপতি সাদেক হত্যাসহ দুটি হত্যা, অস্ত্র আইনেসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।