কক্সবাজারে ‘মাদক ব্যবসায়ী’-পুলিশ গোলাগুলি

কক্সবাজার শহরে কথিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির পর গুলিবিদ্ধ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 09:52 AM
Updated : 16 April 2014, 09:52 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে শহরের বাইপাস সড়কের উত্তরণ হাউজিং এলাকায় এ সংঘর্ষ হয় এবং মোহাম্মদ আইয়ুবকে (২৫) আটক করা হয়।

টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বাইট্টা রশিদের ছেলে আইয়ুবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় দেশে তৈরি একটি এলজি, কার্তুজ এবং এক হাজার চারশ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি মনজুর আলম বলেন, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল উত্তরণ হাউজিং সংলগ্ন এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছোড়া শুরু করে। জীবন রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“এক পর্যায়ে আক্রমণকারী ইয়াবা ব্যবসায়ীরা অন্ধকারে বিভিন্ন দিকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ডান হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুবকে আটক করা হয়।”

ঘটনাস্থল থেকে একটি এলজি, এক রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড কার্তুজের খোসা এবং এক হাজার চারশ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদক দ্রব্য ও পুলিশের উপর হামলার অভিযোগে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে।