চাঁদপুরে বরযাত্রীবাহী ট্রলারে ডাকাতি

চাঁদপুরে মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারে ডাকাতি হওয়ার পর পাঁচটি স্পিডবোট আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 07:09 AM
Updated : 16 April 2014, 07:09 AM

মঙ্গলবার রাতের ওই ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের হামলায় আহত হয়েছেন ট্রলারের মাঝি মো. হেলাল (৩২)।

চাঁদপুর নৌ-ফাঁড়ির এসআই মো. জাহিদুল ইসলাম বলেন, “ডাকাতির অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আমরা পাঁচটি স্পিডবোট আটক করেছি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি।”

বর ইউসুফ আলী খান জানান, চাঁদপুর উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডের ‘খান বাড়ি’র বাসিন্দা তিনি।

মঙ্গলবার শরীয়তপুর জেলার দক্ষিণ তারাবুনিয়া আসামিকান্দিতে ট্রলারযোগে ৭০ জন অতিথি নিয়ে কনের বাড়িতে বিয়ে করতে যান।

ফেরার পথে রাজরাজেশ্বর ইউনিয়নের কাছে আসলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে একটি স্পিডবোটে ছয়জনের একটি ডাকাতদল ট্রলারে হামলা চালায়।

তারা দেশিয় অস্ত্র ও পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ট্রলার যাত্রীদের কাছ থেকে ৫০টি মোবাইল সেট, ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ৬৭ হাজার টাকা নিয়ে যায়।

এক পর্যায়ে ট্রলারের মাঝি হেলালকে অস্ত্র দিয়েও আঘাত করে ডাকাতদল।