প্রধানমন্ত্রীর চেক পেল আরো ৫৩ পরিবার

রানা প্লাজা ধসে নিহতদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে ৫৩ জনের পরিবারের সদস্যদের মধ্যে চেক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 06:56 AM
Updated : 16 April 2014, 06:56 AM

প্রধানমন্ত্রী কার্যালয়ে বুধকার সকালে ৭৩টি চেক বিতরণ করা হয়।  

নিহত ৫৩ জনের মধ্যে যাদের আয়ে পরিবারের একাধিক সদস্য নির্ভরশীল ছিলেন, তাদের সবাইকে চেক দেয়া হয়েছে। ওই ঘটনার পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ পর্যন্ত নয় বারে ৯০৯ জনের মাঝে মোট ২ কেটি ১১ লাখ ৫৫ হাজার ৭২০ টাকা দেয়া হলো।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, রানা প্লাজা ধসের ঘটনায় আহত সাত’শো ৭৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়া হয়েছে।

১৪ জন এতিম ছেলেকে রাজশাহী ক্যাডেট কলেজ স্কুল এবং ১৭ জন এতিম মেয়েকে আঞ্জুমানে মফিদুল ইসলামের তত্ত্বাবধানে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর জানান, সরকার প্রধানের ত্রাণ তহবিল থেকে আরো তিনশ শিশুর শিক্ষার দায়িত্ব নেয়ার প্রস্তুতি রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, বিজিএমইএর সভাপতি আতিকুল আসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মুহম্মদ আশরাফুল আলম প্রমুখ।