বিএনপি নেতা মোশাররফ অসুস্থ, ঢাকায় স্থানান্তর

অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 04:56 AM
Updated : 16 April 2014, 09:20 AM

ফাইল ছবি

বুধবার সকাল ৭টার দিকে বুকে ব্যথা অনুভব করলে কারা চিকিৎসকের পরামর্শে মোশাররফকে এই হাসপাতালে নিয়ে আসা হয়।

মোশাররফ হোসেনের ছেলে মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাবা হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন। পরে কারা চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে এসেছেন।”
 

ইংল্যান্ডে অর্থপাচারের মামলায় গত ১২ মার্চ গ্রেপ্তার করা হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ হোসেনকে। পরে তাকে ঢাকা থেকে কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-১ এ স্থানান্তর করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি মোশাররফের বিরুদ্ধে রমনা থানায় অর্থ পাচারের মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব বিভাগের সাবেক শিক্ষক খন্দকার মোশাররফ ১৯৯৪ সাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

কুমিল্লা-২-এর সাবেক ওই সাংসদ ১৯৯১-৯৫ পর্যন্ত তৎকালীন  বিএনপি সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।