এলেন, তবে কথা বললেন না

প্রায় দেড়মাস পর দেশে ফিরে অফিস করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 03:16 AM
Updated : 16 April 2014, 03:16 AM

ফাইল ছবি

মঙ্গলবার সকালে অন্য নির্বাচন কমিশনার ও সচিবের সঙ্গে নিজ কক্ষে স্বল্প সময়ের জন্য কুশল বিনিময়ও করেন তিনি। তবে সাংবাদিকদের মুখোমুখি হননি কাজী রকিব।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, বুধবার কমিশন সভা রয়েছে। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন, ইসি সচিবালয় নিয়োগ বিধিমালা ও বিবিধ বিষয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সিইসি।

প্রায় দেড় মাস যুক্তরাষ্ট্র সফর শেষে নববর্ষের প্রথম দিনে সোমবার ভোরে ঢাকায় ফেরেন কাজী রকিব।

দুই দফা উপজেলা নির্বাচনের পর মার্চের শুরুতে ঢাকা ছাড়েন সিইসি। তার অনুপস্থিতিতে আরো তিন ধাপের ভোটের সময় সহিংসতা-গোলযোগ বাড়তে থাকায় সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে।

ভোট ফেলে যুক্তরাষ্ট্র যাওয়ার প্রাক্কালে এ নিয়ে কোনো কথা বলতে চাননি কাজী রকিব। তবে সহিংসতা-গোলযোগে ‘উদ্বেগ’ প্রকাশ করে সেখান থেকে ই-মেইলে ইসি সচিবালয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

নির্দলীয় এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা শেষ পর্যন্ত সংখ্যায় এগিয়ে যায় বিএনপি সমর্থিতদের তুলনায়।

এদিকে বুধবার টাঙ্গাইল-৮ আসনের একটি কেন্দ্রে পুনর্ভোট নেয়া হবে। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার ভোটও অনুষ্ঠিত হবে।

গত ৩০ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন স্থগিত করে আদালত। স্থগিতাদেশ উঠে যাওয়ায় ১০ এপ্রিল ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করে ইসি।